Last Updated: February 10, 2012 20:25

অবশেষে কলকাতা বন্দর থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে পাড়ি দিল এমভি হর্ষবর্ধন। জাহাজটি ছাড়ার কথা ছিল শুক্রবার সন্ধ্যা ৬টায়। কিন্তু বকেয়া বেতনের দাবিতে এদিন সকাল থেকে কর্মবিরতি শুরু করেন জাহাজের কর্মীরা। আন্দোলনকারী কর্মীদের অভিযোগ ছিল, গত দুমাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না।
অবিলম্বে বেতন দেওয়ার দাবিতে সকাল ১০টা থেকে কর্মবিরোতিতে সামিল হন এমভি হর্ষবর্ধনের কর্মীরা। জাহাজ আদৌ ছাড়া হবে কিনা, তা নিয়ে দেখা দেয় প্রশ্ন। শেষ পর্যন্ত শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া-র তরফে ঘোষণা করা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি জাহাজ পোর্ট ব্লেয়ারে পৌঁছলে, প্রথম দফায় জানুয়ারি মাসের বকেয়া বেতন দিয়ে দেওয়া হবে। কর্তৃপক্ষের এই আশ্বাসের পরই কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়। এবং রাত ৮ নাগাদ কলকাতা বন্দর ছাড়ে এমভি হর্ষবর্ধন।
তবে জাহাজের কর্মীদের ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।
First Published: Friday, February 10, 2012, 20:25