Last Updated: February 8, 2012 18:54

সৌদি আরবে রহস্যজনকভাবে মৃত্যু হল এক ভারতীয়ের। মৃত ব্যক্তির নাম লালবাবু শেখ। বাড়ি কলকাতার চারু মার্কেট থানা এলাকায়। মৃতের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত বছর জুন মাসে কর্মসূত্রে সৌদি আরবের রিয়াধ যান লালবাবু শেখ। এরপর বেশ কয়েকবার কথাও হয় বাড়ির লোকজনের সঙ্গে। গত বছর ৭ নভেম্বর শেষবার কথা হয়েছিল বলে জানান তাঁর স্ত্রী। এরপর কেটে গিয়েছে দীর্ঘ ৩ মাস। কোনও খবর পাওয়া যায়নি লালবাবু শেখের।
মঙ্গলবার বাড়িতে হঠাত্ই একটি টেলিগ্রাম আসে। যাতে লেখা ছিল, গত বছর ১৯ নভেম্বর রিয়াধে মৃত্যু হয়েছে লালবাবু শেখের। এই খবরে স্বভাবতই ভেঙে পড়েছেন লালবাবু শেখের পরিবারের লোক। তবে এই মৃত্যুকে আত্মহত্যা বলতে নারাজ তাঁর পরিবার। তাঁদের সন্দেহ লালবাবু শেখকে খুন করা হয়েছে। পরিবারের প্রশ্ন, মৃত্যুর খবর জানাতে তিন মাস সময় লাগল কেন? ঘটনার তদন্তের দাবি জানিয়ে পুলিসের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
First Published: Wednesday, February 8, 2012, 18:54