Last Updated: March 31, 2012 09:38

অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের মৃত্যুর জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানা এলাকায়। শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীরা জানতে পারেন মিলননপাড়ায় নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে নলিনীকান্ত সরকার নামে ওই শিক্ষকের।
তবে ঘন্টা দুয়েক বাদেই মৃতদেহ থেকে দুর্গন্ধ বেরোনোয় প্রতিবেশী এবং এলাকাবাসীর অভিযোগ, কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে নলিনীবাবুর। ওই স্কুল শিক্ষকের ওপর তাঁর পরিবারের লোকেরা অমানবিক অত্যাচার চালাতেন বলেও অভিযোগ।
তবে মৃত শিক্ষকের পরিবারের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি দীর্ঘদিন ধরে রোগে ভোগার কারণেই শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে নলিনীবাবুর। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রায়গঞ্জ থানার পুলিস।
First Published: Saturday, March 31, 2012, 09:38