আইসিসির সিংহাসনে আসীন সেই শ্রীনি

আইসিসির সিংহাসনে আসীন সেই শ্রীনি

Tag:  ICC Srinivasan BCCI
আইসিসির সিংহাসনে আসীন সেই শ্রীনি যাবতীয় বিতর্ককে পিছনে ফেলে ইন্টার ন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেন এন শ্রীনিবাসন। ইন্টার ন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেন এন শ্রীনিবাসন। আইসিসি চেয়ারম্যান হয়ে শ্রীনিবাসন জানান তিনি এই সম্মান পেয়ে গর্বিত। তিনি বলেন ক্রিকেট মাঠ থেকে শুরু করে সংগঠন সবদিকেই সমান গুরুত্ব দেওয়া হবে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে ৫২টি পূর্ণ সদস্য দেশই শ্রীনিবাসনকে সমর্থন জানিয়েছে।

আইসিসির সংবিধান সংশোধন এবারই প্রথম চেয়ারম্যান পদ তৈরি করা হয়। সভাপতির পরিবর্তে চেয়ারম্যানকেই যাবতীয় ক্ষমতার অধিকারী করা হয় এই সংশোধনে। তারপর এই শক্তিশালী পদে প্রথম ব্যক্তি হিসেবে বসানো হয় শ্রীনিকে। আইসিসি চেয়ারম্যান হয়ে শ্রীনিবাসন জানান তিনি এই সম্মান পেয়ে গর্বিত। তিনি বলেন ক্রিকেট মাঠ থেকে শুরু করে সংগঠন সবদিকেই সমান গুরুত্ব দেওয়া হবে। আইসিসিকে আরও শক্তিশালী করার জন্য তিনি সবরকম চেষ্টা করবেন। তিনি বলেন আইসিসিকে বিশ্বের ক্রীড়া আঙিনায় আরও শক্তিশালী সংস্থা হিসেবে তিনি দেখতে চান। দুহাজার ষোল সাল থেকে আইসিসি চেয়ারম্যান দুবছরের জন্য নির্বাচিত হবেন।

First Published: Thursday, June 26, 2014, 14:26


comments powered by Disqus