N Srinivasan to chair ICC

আইসিসির প্রধান পদে শ্রীনিবাসন

Tag:  Srinibasan ICC BCCI
আইসিসির প্রধান পদে শ্রীনিবাসনআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান পদে মনোনিত হলেন এন শ্রীনিবাসন। শনিবার বোর্ড মিটিং-এ শ্রীনিকে আইসিসির প্রধান ঘোষণা করা হয়। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান হিসাবে শ্রীনি তৃতীয় ভারতীয়। জুলাই মাসের গোড়া থেকে কাজ শুরু করবেন শ্রীনি।

বৈঠকে ক্রিকেট প্রশাসনের গঠন মূলক পরিবর্তনের পক্ষে সওয়াল করেছেন শ্রীনিবাসন। শ্রীনির অভিষেকের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের হাতে সবচেয়ে বেশি ক্ষমতা এল।

আইসিসির ১০ সদ্যের কমিটির ৮টি ভোট পড়েছে শ্রীনির পক্ষে। অন্যদিকে শ্রীলঙ্কা ও পাকিস্তান শ্রীনিবাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে।

First Published: Saturday, February 8, 2014, 14:26


comments powered by Disqus