নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে গ্রামগুলো

নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে গ্রামগুলো

নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে গ্রামগুলো প্রতিবছরই নিজেদের জমি গঙ্গা বক্ষে একটু একটু করে তলিয়ে যেতে দেখেন মানুষগুলো। নদিয়ার চাকদহ ব্লকের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিপুর, তারিনিপুর, চরসরহাটি গ্রামের ফি বছরের গল্প এটাই। ইতিমধ্যেই গঙ্গাবক্ষে তলিয়ে গিয়েছে এই সব গ্রামের বেশ কয়েকবিঘা জমি। বেশকয়েকবার ভাঙনের কবলে পড়েছে স্থানীয় দুটি প্রাইমারি স্কুলও। পরে সেগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হলেও এখন ফের ভাঙনের মুখে ওই দুটি প্রাইমারি স্কুল।

জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি এবং প্রশাসনের আশ্বাসটুকুই সার। ভাঙন প্রতিরোধের জন্য কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই বিপদ ঘনিয়ে আসছে জেনেও নিরুপায় এইসব গ্রামের বাসিন্দারা। বিপদের আশঙ্কায় এখন দিন গুনছেন তাঁরা।

First Published: Sunday, November 11, 2012, 11:37


comments powered by Disqus