nadia wood recoverd

নদিয়ায় চোরাই কাঠ উদ্ধার

Tag:   nadia wood recoverd
নদিয়ার শান্তিপুরে দুই ঠিকাদারের বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করল বন দফতর। গোপন সূত্রে খবর পেয়ে আজ শান্তিপুরে প্রদীপ সরকার ও পরমানন্দ সরকার নামে ওই দুই ঠিকাদারের বাড়িতে হানা দেন বন দফতরের কর্মীরা।

৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে কল্যাণী থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এলাকা পর্যন্ত কাটা হয়েছিল অসংখ্য গাছ। প্রায় শতাধিক বছরের পুরনো শাল, সেগুন, শিরীষসহ বহু মূল্যবান গাছ কাটা পড়ে। ওই গাছগুলি থেকে পাওয়া কয়েক কোটি টাকা মূল্যের কাঠ সরকারি গুদামে থাকার কথা। অভিযোগ, বহু টাকা দামের কাঠের একাংশ সরকারি গুদামে জমা না দিয়ে নিজের বাড়িতে এবং অন্যত্র লুকিয়ে রেখেছিলেন ওই দুই ঠিকাদার। তল্লাসির সময় থেকেই উধাও ওই দুজন।

First Published: Sunday, March 30, 2014, 22:07


comments powered by Disqus