Last Updated: April 21, 2013 12:48

বিকৃতকাম ধর্ষকের পৈশাচিক অত্যাচারের শিকার মধ্যপ্রদেশের চার বছরের শিশু কন্যার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গত রাতেই শিশুটিকে মধ্যপ্রদেশে তার গ্রাম থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে নাগপুরে নিয়ে আসা হয়।
মেয়েটির চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তররা জানিয়েছেন জীবনদায়ী ব্যবস্থা দেওয়া সত্বেও শিশুটির অবস্থার বিন্দুমাত্র উন্নতি হয়নি। মস্তিষ্কে গুরুতর আঘাতের জন্য শিশুটি ভাল করে নিশ্বাস নিতেও অক্ষম।
গত সপ্তাহের বুধবার শিশুটিকে অপহরণ করে ধর্ষণ করা হয়। মেয়েটিকে যে ব্যক্তি অপহরণ করেছিল সে পুলিসের জালে ধরা পড়লেও ধর্ষণে মূল অভিযুক্ত এখনও ফেরার। ওই ব্যক্তির সন্ধানে দিল্লি ও বিহারে পুলিসের বিশেষ পাঠানো হয়েছে।
শারীরিক অবস্থার ক্রমাবনির জন্য গতকাল শিশুটিকে সেওনি থেকে নাগপুরের হাসপাতালে স্থান্তরিত করা হয়। ছ`জন বিশেষজ্ঞ ডাক্তারের একটি দল শিশুটির চিকিৎসার দায়িত্বে আছেন।
রাজ্যসরকারের মেয়েটির চিকিৎসার সমস্ত ব্যায়ভার গ্রহণ করবে বলে ঘোষণা করা হয়েছে।
First Published: Sunday, April 21, 2013, 12:48