Naihati bridge

ব্রিজের দায়িত্ব কার, সেনিয়েই চাপান-উতর, বন্ধ মেরামতি

নৈহাটির বরোদা ব্রিজে ফাটলকে কেন্দ্র করে চাঞ্চল্য। ফাটলের জেরে বন্ধ হয়ে গেছে যান চলাচল। চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ব্রিজটির মেরামতি হয়নি।

ব্রিজটি রাজ্য সরকারের অধীনে না রেলের অধীনে এই নিয়ে চাপানউতোর চলছিল দীর্ঘদিন ধরেই। দীর্ঘ টালবাহানার জেরেই বন্ধ ছিল মেরামতির কাজ। আর সেই কারণেই ব্রিজটির ফাটল ক্রমশ বেড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

First Published: Friday, May 23, 2014, 10:11


comments powered by Disqus