Last Updated: January 6, 2014 16:54

প্রেমিকা বাড়িতে এলে তাঁকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। তাই সম্পূর্ণ নগ্ন অবস্থায় ওয়াশিং মেশিনের মধ্যে লুকিয়ে বসেছিলেন প্রেমিক। কিন্তু সারপ্রাইজ দেওয়া তো দূরস্ত মেশিনের মধ্যে বেকায়দায় আটকে গিয়ে বিপত্তি। শেষপর্যন্ত সারা শরীরে তেল মাখিয়ে তাঁকে মেশিনের মধ্যে থেকে বের করে আনতে হল সিডনি পুলিসকে।
তাঁকে উদ্ধারের পর সার্জেন্ট টিম গ্লিসন জানান, "প্রেমিকাকে সারপ্রাইজ দিতে গিয়েই এই বিপত্তি। সারা গায়ে অলিভ ওয়েল মাখিয়ে গ্রিজ করে বের করে আনতে আমাদের। মজা করতে গিয়ে ছোট ভুল হয়ে গিয়েছে ওনার। ঘটনার পর খুবই লজ্জিত হয়ে পড়েছেন উনি।"
First Published: Monday, January 6, 2014, 16:54