নলহাটিতে গ্রেফতার বাম প্রার্থী, প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

নলহাটিতে গ্রেফতার বাম প্রার্থী, প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

Tag:  NALHATI CPIM ATTACK
নলহাটিতে গ্রেফতার বাম প্রার্থী, প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্নভোট শুরু হওয়ার ঠিক আগে নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুব্রত দত্তকে গ্রেফতার করল পুলিস। সুব্রতবাবু-সহ আরও বেশ কয়েকজন বাম প্রার্থীকে গ্রেফতার করে জেলাসদর সিউড়িতে চালান করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগ, শনিবার রাতে নলহাটির ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে মারধর করে তৃণমূল কর্মীরা। প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ ও অবরোধে সামিল হন বাম কর্মী সমর্থকেরা। তখন লাঠিচার্জ করে পুলিস। পুলিসের লাঠিতে আহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে মহিলারাও রয়েছেন। এর পর হঠাত্‍ই তৃণমূল নেতারা থানায় পৌঁছন। অভিযোগ, কেন্দ্রীয় এক মন্ত্রীর ফোন আসার পর বাম প্রার্থী ও কর্মীদের আটক করে পুলিশ। নলহাটি পুরসভার ওই ওয়ার্ড থেকে ভোটে লড়াই করছেন বিদায়ী পুরপ্রধান। তাঁকে জেতানোর জন্য তৃণমূল মরিয়া হয়ে এই কাজ করেছে বলে অভিযোগ বামেদের। আরও অভিযোগ, শনিবার রাত ৮টার পর পুর এলাকার বিস্তীর্ণ এলাকায় আলো বন্ধ করে দেওয়া হয়। এলাকায় শুরু হয় বহিরাগতদের দাপট। ওদিকে প্রার্থীর স্বাক্ষর না-থাকায় ৮ নম্বর ওয়ার্ডে এজেন্টকে বুথে ঢুকতে দেয়নি তৃণমূল। প্রশ্ন উঠছে, দু পক্ষই অভিযোগ দায়ের করলেও শুধু বাম প্রার্থী ও কর্মীদের কেন গ্রেফতার করল পুলিস?  

এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিস বাহিনী । ওদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।







First Published: Sunday, June 3, 2012, 10:41


comments powered by Disqus