Last Updated: December 20, 2012 16:52

সন্তোষপুর স্কুল কাণ্ডের জের এবার উত্তর কলকাতায়। দশ নম্বর নলীন সরকার স্ট্রিটের নারী শিক্ষা মন্দির স্কুলে। উচ্চ মাধ্যমিক টেস্টে ১২ জন অকৃতকার্য ছাত্রীকে পাশ করানোর দাবিতে স্কুলে তালা ঝোলানোর হুমকি দিল অকৃতকার্য ছাত্রী ও তাদের অভিভাবকরা। ১৫ ডিসেম্বর স্কুল কর্তৃপক্ষ টেস্ট পরীক্ষার ফলাফল নিয়ে বৈঠকে বসে। বৈঠকে ৫৯ জনকে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বারো জন অকৃতকার্য ছাত্রীই কলা বিভাগের। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পরেই ক্ষুদ্ধ ছাত্রীরা স্কুল কর্তৃপক্ষকে তাদের পাস করানোর দাবি জানান। সেই দাবি স্কুল কর্তৃপক্ষ না মানায় আজ অকৃতকার্য ছাত্রী ও তাদের অভিভাবকরা স্কুলের শিক্ষিকাদের স্কুলে তালা ঝোলানোর হুমকি দেয়।
First Published: Thursday, December 20, 2012, 17:16