Last Updated: February 24, 2014 23:46

নামখানা-বকখালি ঘাটে বার্জের পাটাতন ভেঙে গিয়েছে। ফলে গাড়ি পারাপার করতে পারছে না। বিপাকে পড়েছেন পর্যটক থেকে নিত্যযাত্রীরা।
একশ সতের নম্বর জাতীয় সড়কে নামখানা পৌছে নদী পেরিয়ে বকখালি। বার্জে নামখানা থেকে বকখালি ঘাট। হাতনিয়া-দেয়ানিয়া নদীতে এভাবেই গাড়ি পারাপার করত। শুধু পর্যটকদেরই নয়। জরুরী পরিষেবাও গাড়ি করে পৌছে দেওয়া হত বকখালির দিকে। কিন্তু বার্জের পাটাতন ভেঙে গিয়েছে। তাই বন্ধ পরিষেবা।
ভূতল পরিবহণের বার্জের পাটাতন সারানোর কাজ শুরু হয়নি। তাই সমস্যার সমাধান যে অনেক দূরে তা বুঝছেন পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা।
First Published: Monday, February 24, 2014, 23:46