Last Updated: November 14, 2011 16:07

এতদিন রাজারহাটে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ ছিল, জমি কেলেঙ্কারির বিতর্কিত নেতা গৌর মণ্ডল তাঁদের দলের সঙ্গে কোনওভাবে যুক্ত নয়। কিন্তু এবার রাজারহাটেই তৃণমূলের দলীয় পোস্টারে মিলল ওই নেতার নাম। এর জেরে বেশ অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিকে, গৌর মণ্ডলের কড়া শাস্তির দাবিতে রবিবার এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দিনের পর দিন এলাকায় তাণ্ডব চালিয়েছেন ওই নেতা। আপাতত তিনি জেলবন্দি। গৌর মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতি থেকে খুনের মতো একাধিক অভিযোগে সরব স্থানীয় মানুষজন। তাঁদের আরও অভিযোগ, বর্তমানে তৃণমূল কংগ্রেস ওই নেতা ও তার সঙ্গীদের প্রশ্রয় দিচ্ছে।
First Published: Monday, November 14, 2011, 16:07