মমতার সঙ্গে দেখা করলেন পাওয়েল‍, উদ্দেশ্য নিয়ে উঠছে প্রশ্ন

মমতার সঙ্গে দেখা করলেন পাওয়েল‍, উদ্দেশ্য নিয়ে উঠছে প্রশ্ন

মমতার সঙ্গে দেখা করলেন পাওয়েল‍, উদ্দেশ্য নিয়ে উঠছে প্রশ্ন আজ মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়।  এফডিআই সহ মার্কিন বিনিয়োগের প্রসঙ্গ নিয়ে কথা হয় বলে মনে করা হচ্ছে।

মাত্র পাঁচমাসের ব্যবধান। আবারও মহাকরণ ঘুরে গেলেন কোনও শীর্ষস্থানীয় মার্কিন কূটনীতিক। মে মাসেই মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কলকাতায় আসেন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটন। সেই বৈঠকে যে এফডিআই প্রসঙ্গ নিয়ে আলোচনা হয় তা জানিয়েছিলেন হিলারি ক্লিনটন। বিশেষজ্ঞমহলের ধারণা ছিল এফডিআই প্রশ্নে মমতা ব্যানার্জিকে রাজি করানোর জন্যই হিলারি ক্লিনটনের কলকাতা সফর।
এবার আবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল। তবে এই পাঁচমাসে রাজনৈতিক পট পাল্টেছে। ইউপিএ টু থেকে সমর্থন প্রত্যাহার করেছে তৃণমূল কংগ্রেস। যে বিরোধিতার অনেকটা জুড়ে রয়েছে এফডিআই প্রসঙ্গ। 

সেই প্রেক্ষাপটে  মার্কিন রাষ্ট্রদূতের কলকাতা সফর যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এরআগে কেরালা এবং উত্তরপ্রদেশ সফর করেছিলেন ন্যান্সি পাওয়েল। গুরুত্বপূর্ণভাবে এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এফডিআইয়ের বিরোধিতা করছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে ন্যান্সি পাওয়েলের কলকাতা সফরের উদ্দেশ্য নিয়ে।  

First Published: Monday, September 24, 2012, 18:52


comments powered by Disqus