Last Updated: December 28, 2013 10:40
অন্ধ্রপ্রদেশে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬। গুরুতর ভাবে আহত হয়েছেন ১৫ জন যাত্রী। নিহতদের মধ্যে দু'জন শিশু রয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
হেল্পলাইন নম্বর:
বেঙ্গালুরু- ০৮০-২২৩৫৪১০৮, ০৮০-২২২৫৯২৭১, ০৮০-২২১৫৬৫৫১, ০৮০-২২১৫৬৫৫৪।
এস এস পি নিলায়ন স্টেশন- ০৮৫-৫৫২ ৮০১২৫, ০৯৭-৩১৬৬৬৮৬৩।
গতকাল ভোররাতে অন্ধ্রপ্রদেশের নান্দেড়-বেঙ্গালুরু ট্রেনে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে শীতাতপ নিয়ন্ত্রিত একটি কামরায় ভোররাতে আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শবর্তী দুটি কামরায়। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরার কাছে ট্রেনটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছেন যাত্রীরা। প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেন বহু যাত্রী। ঘটনাস্থলে রওনা দিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের এক লক্ষ টাকা ও আংশিক আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেল। আহতদের বেঙ্গালুরু নিয়ে যাওয়া হচ্ছে।
রেল সূত্রে জানানো হয়েছে গতরাত ৩টে ৩০ নাগাত কোথাচেরাভু রেল স্টেশনের কাকছে ট্রেনে আগুন লাগে।
অনন্তপুরের ডিস্ট্রিক্ট কালেক্টর বলেন, উদ্ধারকার্য শুরু হয়েছে। ঘটনায় ২৩ জনের মৃত্যুর কথা তিনিও জানিয়েছেন। আহত যাত্রীদের হাসপাতালে পৌঁছে দিতে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।
First Published: Saturday, December 28, 2013, 19:36