Nandigram case

হাইকোর্ট থেকে উধাও নন্দীগ্রাম কাণ্ডের ফাইল

নন্দীগ্রাম গুলিচালনাকাণ্ডে মূল মামলার ফাইল উধাও হয়ে গেল কলকাতা হাইকোর্টের ফাইলিং সেকশন থেকে। আজই সামনে আসে গোটা বিষয়টি। নন্দীগ্রাম মামলার ফাইল খুঁজে পাওযা যাচ্ছে না, এই বিষয়টি ডিভিসন বেঞ্চের দুই বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় এবং অরিজিত বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন মামলাকারীদের আইনজীবী। এখবরে ফাইলিং বিভাগের রেজিস্ট্রার অ্যাডমিনিস্ট্রেশন আশুতোষ করকে ডেকে পাঠান দুই বিচারপতি।

তিনি আদালতকে জানান, মামলার ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরেই বার লাইব্রেরির নথি থেকে নতুন ফাইল তৈরির জন্য রেজিস্ট্রার অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ দেন দুই বিচারপতি। একইসঙ্গে ফাইলটি হারিয়ে গেছে কিনা তা নিয়ে রেজিস্ট্রারকে রিপোর্ট তৈরির নির্দেশও দিয়েছেন দুই বিচারপতি। তবে কিভাবে ফাইলিং সেকশন থেকে মামলার ফাইল উধাও হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

First Published: Thursday, February 27, 2014, 10:25


comments powered by Disqus