Last Updated: October 21, 2013 16:58

রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য করা হল প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায়কে। আজ মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ ও বিরোধী দলনেতার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রাক্তন পুলিস কর্তাকে মানবাধিকার কমিশনে আনায় আপত্তি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য করা হল প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায়কে।আজ বিধানসভায় বৈঠক করেন অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। সেই বৈঠকেই প্রাক্তন ডিজিকে সদস্য করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।তবে, প্রাক্তন এক পুলিস কর্তাকে রাজ্য মানবাধিকার কমিশনে আনায় প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
রাজ্য মানবাধিকার কমিশনে মোট চারজন সদস্য রয়েছেন।
মানবাধিকার কমিশন আইনানুযায়ী, কমিশনের চেয়ারম্যানকে যেকোনও হাইকোর্টের বিচারপতি হতে হবে।
দ্বিতীয় সদস্যকে যেকোনও হাইকোর্টের বিচারপতি হতে হ।
তৃতীয় সদস্যকে সংশ্লিষ্ট রাজ্যেরই কোনও জেলা আদালতের বিচারক হতে হবে।
বাকি দুজনের মানবাধিকার সম্পর্কে যথেষ্ট জ্ঞান বা এবিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
এখানেই প্রশ্ন তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
তাঁর বক্তব্য, নপরাজিত মুখোপাধ্যায় ডিজি থাকাকালীন রাজ্য পুলিসের অধীনে একাধিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।কাটোয়ায় ধর্ষণ, শিলাদিত্য চৌধুরীর ঘটনায় মানবাধিকার কমিশনের সুপারিশ মানেনি রাজ্য সরকার। পদক্ষেপ করেনি পুলিস। সেসময় ডিজি ছিলেন নপরাজিত মুখোপাধ্যায়। এবার তাঁকেই মানবাধিকার কমিশনের সদস্য নিয়োগ করা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।
First Published: Monday, October 21, 2013, 16:58