Last Updated: June 7, 2014 21:40

গুরুতর অসুস্থ প্রবীণ সাহিত্যিক নারায়ণ দেবনাথ। দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে ভর্তি বিখ্যাত সাহিত্যিক তথা এই কমিকস শিল্পী। জ্বর ও মূত্রনালীতে সংক্রমণ জনিত সমস্যা হচ্ছে তাঁর। সংক্রমণ ছড়িয়েছে কিডনিতেও। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে ডাক্তাররা জানিয়েছেন।
হাঁদাভোদা, বাঁটুল দি গ্রেট, নন্টে-ফন্টেসহ শিশুদের জন্য একাধিক কার্টুন চরিত্রের জন্ম দেওয়া এই সাহিত্যিক স্বভাবতই খুশি এই ঘোষণায়। বাঁটুল দি গ্রেট, হাঁদাভোদা থেকে শুরু করে নন্টে ফন্টের নানান কীর্তি। ছোটবেলায় এই কমিক পড়েননি এমন বাঙালি মেলা ভার। হাঁদাভোঁদার বয়স নয়নয় করে পঞ্চাশ বছর পেরিয়েছে। হাফ সেঞ্চুরির পথে বাঁটুল দি গ্রেট এবং নন্টেফন্টেও।
জন্ম ১৯২৫ সালে হাওড়ার শিবপুরে। ইন্ডিয়ান আর্ট কলেজের স্নাতক। প্রথম জীবনে ছবি আঁকতেন। এঁকেছেন বিভিন্ন উপন্যাসের প্রচ্ছদও। তবে পাদপ্রদীপের আলোয় আসেন শুকতারার হাত ধরে। জন্ম নেয় বাঁটুল দি গ্রেট, নন্টেফন্টে, হাঁদাভোঁদা সহ একাধিক জনপ্রিয় কমিক চরিত্র।
First Published: Saturday, June 7, 2014, 21:40