Last Updated: March 24, 2014 23:46
পাত্রের বয়স ৪২ বছর। পাত্রীর মাত্র ১৪। দিব্যি বিয়ে হয়ে গেল। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিস অভিযুক্ত পাত্র নরেন্দরকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা হয়েছে আরও ৫ জনকে।
হরিয়ানার নরেন্দর গতকাল ওই নাবালিকাকে বিয়ে করেন আমডাঙায়। বিয়ের পর উঠেছিলেন কামারহাটিতে। কিন্তু বারাসতের মহিলা ডেস্কে এই বিয়ের খবর ফোনের মাধ্যমে পৌছে যায়। খবর পেয়ে অভিযানে নামে পুলিস। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে।
বিয়ের পর পুলিসের কাছে খবর পৌছনোয় রোখা যায়নি বিয়ে। তবে খবর পাওয়া মাত্রই কামারহাটি থেকে পাত্র সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিস।
First Published: Monday, March 24, 2014, 23:46