সম্পর্কের বরফ গলিয়ে আমেরিকা পাড়ি নরেন্দ্র মোদীর

সম্পর্কের বরফ গলিয়ে আমেরিকা পাড়ি দিচ্ছেন নরেন্দ্র মোদী

সম্পর্কের বরফ গলিয়ে আমেরিকা পাড়ি দিচ্ছেন নরেন্দ্র মোদীঅবশেষে যাবতীয় জল্পনার অবসান। আগামী সেপ্টেম্বরেই মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় অংশ নেবেন তিনি। এর সঙ্গে সমাপ্ত হতে চলেছে বিশ্বের দুই জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তির মন কষাকষি। সরকারি সূত্রে জানা গেছে, হোয়াইট হাউস আমন্ত্রণ জানিয়েছিল ৩০ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীকে আমেরিকা আসার। সেই আমন্ত্রণ পত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর ২৬ সেপ্টেম্বর ওবামার সঙ্গে বৈঠক করতে চান ভারতের প্রধানমন্ত্রী। অন্যদিকে মার্কিন প্রশাসনের তরফে ৩০ সেপ্টেম্বর বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুর পাশাপাশি দেবযানী খোবড়াগাড়ের বিষয়টিও উঠতে পারে আলোচনায়। গুজরাত হিংসার জেরে মোদীর ভিসা বাতিল করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। তিক্ততার সেই সম্পর্কে কিছুটা প্রলেপ লাগে গত ফেব্রুয়ারি মাসে। নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ভারতে নিযুক্ত তত্কালীন মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল। এরপরই মোদীর ভিসার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দেয় ওয়াশিংটন। বিপুল ভোটে জিতে এখন ক্ষমতায় বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্ভবত সেই পথে হেঁটেই সখ্যের দরজাটা খুলে দিল ওবামা প্রশাসন।

First Published: Thursday, June 5, 2014, 13:14


comments powered by Disqus