Last Updated: June 28, 2013 13:33

২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী মুখ নরেন্দ্র মোদী ফের আইনি জটিলতার মধ্যে পড়তে চলেছেন। সিবিআই দাবি করেছে ইশরত জাহান সহ তিনজনের মিথ্যা এনকাউন্টার সম্পর্কে আগে থেকেই জানতেন গুজরাত মুখ্যমন্ত্রী ও তাঁর তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী সোহারাবুদ্দিন ও তাঁর স্ত্রী কৌসরবি হত্যা মামলায় অভিযুক্ত এক পুলিস অফিসার জানিয়েছেন `সাদা দাঁড়ি` ও `কালো দাঁড়ি`-র দু`জনেই ইশরাতদের যে মিথ্যা এনকাউন্টারে খুন করা হবে সেটা আগে থেকেই জানতেন। সিবিআই-এর দাবি সাদা দাঁড়ি বলতে এখানে মোদি এবং কালো দাঁড়ি বলতে অমিত শাহকে বোঝানো হয়েছে।
ওই অভিযুক্ত অফিসার জানিয়েছেন ২০০৪-এর ১৫ জুন ইশরাতদের এনকাউন্টারের আগে তিনি অন্তত দু`বার অমিত শাহ-এর সঙ্গে কথা বলেছেন।
যদিও সিবিআই তরফ থেকে জানানো হয়েছে সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।
First Published: Friday, June 28, 2013, 13:33