নরেন্দ্র মোদী, মহাত্মা গান্ধী, বারাক ওবামা থেকে অ্যাঞ্জেলিনা জোলি, সবাই এখন আম আদমি

নরেন্দ্র মোদী, মহাত্মা গান্ধী, বারাক ওবামা থেকে অ্যাঞ্জেলিনা জোলি, সবাই এখন আম আদমি

নরেন্দ্র মোদী, মহাত্মা গান্ধী, বারাক ওবামা থেকে অ্যাঞ্জেলিনা জোলি, সবাই এখন আম আদমিআপ-এর সদস্য হয়েছেন নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী। চমকে যাবেন না। একদম সত্যি। বাবার নাম, বাড়ির ঠিকানাতেও মিলে যাচ্ছে। আপের সদস্য তালিকায় আছেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, অটলবিহারী বাজপেয়ী, বারাক ওবামা, জুলিয়া রবার্টস, অ্যাঞ্জেলিনা জোলিও।

অপ্রত্যাশিত সাফল্য। ২২ জানুয়ারির প্রেস বিবৃতিতে তেমনই দাবি আম আদমি পার্টির। কারণ সদস্য সংখ্যা পৌছে গেছে ৫০ লাখে। ছাব্বিশে জানুয়ারির মধ্যে সংখ্যাটা ১ কোটি ছাড়িয়ে যাবে বলেই আশা অরবিন্দ কেজরিওয়ালদের। অনলাইনে আপের সদস্য হওয়ার জন্য রেজিস্টার করতে বলার পরই প্রথম দিনেই এসেছিল ৩ লক্ষ আবেদন। তারপর থেকেই আপের সদস্য সংখ্যা উর্ধ্বমুখী।

First Published: Friday, January 24, 2014, 12:20


comments powered by Disqus