Narendra modi cabinet

রাষ্ট্রপতির কাছে আজই পৌঁছবে কেন্দ্রীয় মন্তিসভার তালিকা

রাষ্ট্রপতির কাছে আজই পৌঁছবে কেন্দ্রীয় মন্তিসভার তালিকা নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পাবেন কারা? আগামিকাল প্রধানমন্ত্রী পদে মোদীর শপথের আগে সম্ভবত আজই রাষ্ট্রপতির কাছে পৌছে যাবে নতুন মন্ত্রীদের নামের তালিকা। কাল রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে মোদীর সঙ্গেই শপথ নেবেন তাঁর সহকর্মীরা। সূত্রের খবর, মন্ত্রিসভার বহর বাড়াতে চাইছেন না নরেন্দ্র মোদী। গুজরাতের ধাঁচে কেন্দ্রেও ছোট মন্ত্রিসভা চাইছেন তিনি। মন্ত্রিদের সংখ্যা কমাতে একাধিক মন্ত্রককে একসঙ্গে জুড়ে দেওয়া হতে পারে।

রাজনাথ সিং, অরুণ জেটলি, নীতিন গড়করি, সুষমা স্বরাজ, অরুণ শৌরি, রবিশঙ্কর প্রসাদরা জায়গা পেতে পারেন মন্ত্রিসভায়। শিবসেনা, টিডিপি, এলজেপির মতো শরিক দলের নেতাদেরও কেন্দ্রীয় মন্ত্রিসভায় সামিল করা নিয়ে চলছে ভাবনাচিন্তা। তবে, এনডিএ শরিক অকালি দল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারে যোগ দেবেন তারা।

First Published: Sunday, May 25, 2014, 20:05


comments powered by Disqus