হিংসার কলঙ্ক ঘুচিয়ে বিদেশে আমন্ত্রণ মোদীর

হিংসার কলঙ্ক ঘুচিয়ে বিদেশে আমন্ত্রণ মোদীর

হিংসার কলঙ্ক ঘুচিয়ে বিদেশে আমন্ত্রণ মোদীর ইউরোপীয় পালার্মেন্টে আমন্ত্রিত গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট হিংসার পর টানা এক দশক পশ্চিমী দুনিয়ার কাছে ব্রাত্য ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। অবশেষে সেই বয়কট শেষ হতে চলেছে।

নিজের ব্লগে মোদী জানিয়েছেন, চলতি বছরের নভেম্বরে ব্রাসেলসে আয়োজিত ইউরোপীয় পালার্মেন্টে অংশ নেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের দাবি, ২০০২ সালে গুজরাট হিংসার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। আদালতের রায় মেনে নেবেন বলেও জানিয়েছেন।

মাসখানেক আগে দিল্লির জার্মান দূতাবাসে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মোদী। এরপর ইউরোপীয় পালার্মেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ। পর পর তিনবার গুজরাট বিধানসভা নির্বাচেন বিজেপির জয়ের কাণ্ডারী নরেন্দ্র মোদি। জাতীয় স্তরেও প্রধানমন্ত্রীর পদের দাবিদার হিসেবে উঠে আসছে তাঁর নাম। সে কারণেই মোদীর প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি নরম মনোভাব দেখাতে শুরু করল কিনা, সে নিয়ে শুরু হয়েছে জল্পনা।

First Published: Monday, February 11, 2013, 10:37


comments powered by Disqus