নমে নমো বলে গেরুয়ায় রেঙে ব্রিগেডমুখি রাজ্য

নমে নমো মন্ত্রে গেরুয়ায় রেঙে ব্রিগেডমুখি রাজ্য

নমে নমো মন্ত্রে গেরুয়ায় রেঙে ব্রিগেডমুখি রাজ্যআজ ব্রিগেডের সমাবেশে বক্তব্য রাখবেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। মোদীর সমাবেশ ঘিরে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে উত্সাহ তুঙ্গে। গতকাল রাতেই পুরুলিয়া, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে পৌছেছেন বহু বিজেপি কর্মী-সমর্থক।

রাতে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির কার্যালয়ের সামনে প্যান্ডেল তৈরি করে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীকে দেখতে উন্মুখ সবাই।

দিল্লিতে আপের সঙ্গে সম্মুখ সমরে নামলেও এরাজ্যে আম আদমির মডেলকেই হাতিয়ার করেছে বিজেপি। এজন্য ব্যবস্থা হয়েছে মোদীর সভায় অন লাইনে সিট বুকিংয়ের। এর ফলে প্রচারের পাশাপাশি চলছে তহবিল সংগ্রহের কাজও।

ব্রিগেডে মোদীর সভায় সিট বুক করে ন্যূনতম একশো টাকা দেওয়া যাবে বিজেপির তহবিলে। তবে টাকা ছাড়াও অনলাইনে আসন বুকিং করা যাচ্ছে। বিজেপির এই উদ্যোগ নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।

First Published: Wednesday, February 5, 2014, 10:07


comments powered by Disqus