Last Updated: July 8, 2014 14:06

সংসদে রেল বাজেট পেশ করলেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। পেশ হওয়া রেল বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া,
``এই রেল বাজেট দেশের অর্থনীতিতে শক্তি যোগাবে। এই রেল বাজেটের মাধ্যমে দেশ উন্নতির পথে অগ্রসর হবে। এই রেল বাজেট এমন কিছু উদ্যোগ নিয়ে এসেছে যা আসলে আমরা শুধুমাত্র রেলওয়েজ নয় সামগ্রিক ভাবে আমরা দেশকে কোথায় নিয়ে যেতে চাই তার প্রতিফলন।
প্রাতিষ্ঠনিক প্রক্রিয়া আবশ্যক। এই বাজেট স্বচ্ছতা ও সততাকে শক্তি যোগাবে।
এই বাজেট স্বচ্ছতা ও সততাকে গুরুত্ব দিয়েছে। এই গতি ভারতের ইঞ্জিন হিসাবে কাজ করবে। শুধুমাত্র যাত্রী সংখ্যা বাড়াবে না।
এই বাজেট ভারতীয় রেলওয়েসে গতি যোগাবে। উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। যাত্রীদের সুরক্ষা ও সেবার নিশ্চয়তা দেবে।
ইতিহাসে আধুনিক ভারতের জন্য এটিই প্রথম হোলিস্টিক বাজেট। পূর্ব পরিকল্পনা ব্যাতীত রেলওয়ে চলতে পারে না। এই রেল বাজেট রেল পরিষেবাকে আধুনিক করবে, সাধারণ মানুষকে যথাযথ পরিষেবা দেবে।``
First Published: Tuesday, July 8, 2014, 14:06