Last Updated: March 8, 2014 23:01

বিশ্ব নারী দিবসে মহিলাদের ক্ষমতায়নে জোর দিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। দিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত চায়ে পে চর্চায় নারীদের অন্তঃপুর থেকে বেরিয়ে এসে দেশগঠনের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান নরেন্দ্র মোদী । আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রের সরকার গঠনে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।
গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর নারীশিক্ষায় তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন বলেও জানান বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। বিবাহ এবং সন্তানধারণের ক্ষেত্রে এদেশের মহিলাদের মতামত থাকা একান্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেন। শনিবারের চায়ে পে চর্চায় প্রায় পনেরশো এলাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন সাধারণ মানুষ।
First Published: Saturday, March 8, 2014, 23:01