Last Updated: May 22, 2014 18:21

নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন নওয়াজ শরিফের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা বজায় রইল। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে মোদীর প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের সময় উপস্থিত থাকার আমন্ত্রণ তাঁরা ভারতের তরফ থেকে পেয়েছেন। কিন্তু ২৬ মে মোদীর শপথ গ্রহণের দিন সে দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছাইনি পাকিস্তান। তবে পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে আজকের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবেন নওয়াজ শরিফ।
ইতিমধ্যেই সার্ক গোষ্ঠী ভুক্ত দেশ গুলির মধ্যে আফগানিস্তান ও শ্রীলঙ্কার তরফ থেকে জানানো হয়েছে তাদের প্রেসিডেন্ট হামিদ কারজাই ও মহিন্দ রাজাপক্ষ প্রধানমন্ত্রী পদে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে ওই দিন উপস্থিত থাকার চেষ্টা করবেন শরিফ। তারা আশা করছেন ভারতের নতুন সরকার দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায়ের দিকে জোর দেবেন।
First Published: Thursday, May 22, 2014, 18:21