Narendra Modi targets Congress over corruption, says A for Adarsh, B for Bofors

দুর্নীতিতে ABCD-র নতুন মানে তৈরি করেছে কংগ্রেস: মোদী

দুর্নীতিতে ABCD-র নতুন মানে তৈরি করেছে কংগ্রেস: মোদী দুর্নীতি প্রশ্নে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে রাজীব গান্ধীকে উদ্ধৃত করলেন নরেন্দ্র মোদী। পঞ্জাবের লুধিয়ানায় এনডিএ-র এক জনসভায় তিনি বলেন, "প্রধানমন্ত্রী থাকাকালীন রাজীব গান্ধীই বলেছিলেন কেন্দ্র এক টাকা পাঠালে গ্রামে পৌছতে পৌছতে তা কমে পনেরো পয়সা হয়ে যায়।" মোদীর প্রশ্ন, তখন তো দেশজুড়ে কংগ্রেসের রাজত্ব ছিল। তাহলে সে টাকা কে লুঠ করত? একইসঙ্গে নাম না করেই প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও নিশানা করেছেন মোদী। জনসভায় মোদীকে পাগড়ি পরানো হয়েছিল। তার উল্লেখ করে মোদী বলেন, আর কেউ পাগড়ির মান রাখুন না রাখুন, প্রধানমন্ত্রী হলে তিনি রাখবেন।

কংগ্রেস দুর্নীতি `A-B-C-D`-র নতুন অর্থ তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রধানমন্ত্রী পদপার্থী। তিনি বলেন, "তারা (কংগ্রেস)A-B-C-D ই পালটে ফেলেছে।" কংগ্রেস A- আদর্শ, B- বোফর্স, C- কয়লা কেলেঙ্কারি"। পাঞ্জাবে হাজার মানুষের ভিড়ের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন মোদী।

মোদীর প্রশ্ন, "কংগ্রেস কীভাবে অন্যদের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলছে। যেখানে তাঁদের দুর্নীতির ঠিক ঠিকানা নেই।"

First Published: Sunday, February 23, 2014, 17:07


comments powered by Disqus