Last Updated: January 27, 2014 10:25

এক মঞ্চে লতা মঙ্গেশকর-নরেন্দ্র মোদী। উপলক্ষ্য `ইয়ে মেরে বতন কি লোগো`-এই গানটির পঞ্চাশ বছর পূর্তি।
আজ, সোমবার মুম্বইয়ে এই গানের পঞ্চাশ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। আগে পুণের একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর ঢালাও প্রশংসা করেছিলেন জীবন্ত কিংবদন্তী লতা মঙ্গেশকর। মোদীকে পাশে রেখে লতা ঘোষণা করে দিয়েছিলেন, তাঁর ভোট মোদীর পক্ষেই। মোদীকেই তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।
আজ মোদীকে নিয়ে লতা কী বলেন তার দিকেই তাকিয়ে সবাই। অনেকেই মনে করছেন, ভাই মোদীকে প্রশংসায় ভরিয়ে দেবেন লতাজি। লোকসভা নির্বাচনের ঢাকি কাঠে ইতিমধ্যেই পড়ে গিয়েছে। এর মধ্যেই লতার আশীর্বাদ নিয়ে নমো কংগ্রেসকে কোণঠাসা করতে মরিয়া।
First Published: Monday, January 27, 2014, 10:25