Last Updated: April 29, 2014 12:41

স্কাইপির মাধ্যমে ৫০ জন ভারতীয় ডাক্তার নিয়োগ করতে চলেছে ন্যাশনাল হেল্থ সার্ভিসেস। সূত্রে খবর, দিল্লিতে খোলা হয়ে এনএইচএস-এর অ্যাসেসমেন্ট সেন্টার। সেখানেই আগামী সপ্তাহে ১৫০ জন আবেদনকারীর ইন্টারভিউ নেওয়া হবে স্কাইপির সাহায্যে। তাদের মধ্যে থেকেই ৫০ জনকে বেছে নেওয়া হবে। যারা ব্রিটেনে গিয়ে ৪ বছর কাজ করার সুযোগ পাবেন।
যেহেতু ভারত ও ব্রিটেনে একই চিকিত্সা বিজ্ঞানের ট্রেনিংয়ে একই পাঠক্রম অনুযায়ী পড়ানো হয় তাই লিখিত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে না আবেদনকারীদের। যদিও ভাষা পরীক্ষা দিতে হবে তাঁদের। স্কাইপির ইন্টারভিউয়ের পর মে মাসে মুখোমুখি ইন্টারভিউয়ে বসতে হবে আবেদনকারীদের। এরপর আগামী অগাস্ট মাস থেকে কাজ শুরু করবেন তাঁরা।
সদ্য পাশ করা জুনিয়র ডাক্তারদের নিয়োগ করার উদ্দেশ্যেই এই ইন্টারভিউ নিচ্ছে এনএইচএস। দুবছরের ট্রেনিং শেষ করা ডাক্তাররাও আবেদন করতে পারবেন।
First Published: Tuesday, April 29, 2014, 12:41