Last Updated: February 26, 2014 19:21

বুধবার মুম্বইয়ে সাবমেরিন দুর্ঘটনার জের। নৈসেনা প্রধান পদ থেকে ইস্তফা দিলেন অ্যাডমিরাল ডি কে জোশী। জোশীর ইস্তফা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
বুধবার সকালে ফের ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনে দুর্ঘটনা। মুম্বই উপকূলে আইএনএস সিন্ধুরত্ন নামের সাবমেরিনটিতে ছোটখাট বিস্ফোরণ হয়। তারপরেই সাবমেরিনটি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। মুম্বই উপকূলের ৪০-৫০ কিলোমিটার দূরে ভেসে ওঠে ডুবোজাহাজটি।
ধোঁয়ায় জ্ঞান হারান পাঁচজন নাবিক। তাঁদের হেলিকপ্টারে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আইএনএস সিন্ধুরত্নে কোনও অস্ত্রশস্ত্র ছিল না। মেরামতির পর ডুবোজাহাজটিকে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল। গত বছর অগাস্টেই মুম্বই বন্দরে বিস্ফোরণের ফলে ডুবে যায় নৌবাহিনীর ডুবোজাহাজ সিন্ধু রক্ষক। মারা যান ১৮ জন নাবিক।
First Published: Thursday, February 27, 2014, 10:24