তেহলকা সম্পাদক বিরুদ্ধে এফআইআর দায়ের করার যথেষ্ঠ প্রমাণ রয়েছে, জানাল জাতীয় মহিলা কমিশন

তেহলকা সম্পাদক বিরুদ্ধে এফআইআর দায়ের করার যথেষ্ঠ প্রমাণ রয়েছে, জানাল জাতীয় মহিলা কমিশন

তেহলকা সম্পাদক বিরুদ্ধে এফআইআর দায়ের করার যথেষ্ঠ প্রমাণ রয়েছে, জানাল জাতীয় মহিলা কমিশনগোয়া পুলিসকে সাপ্তাহিক পত্রিকা তেহলকার সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে এফ আই আর দায়ের করার নির্দেশ দিল জাতীয় মহিলা কমিশন (এন সি ডাবলু) । সহকর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে সমালোচনার ঝড় উঠেছে দেশের প্রথম সারির এই সাপ্তাহিকের প্রতিষ্ঠাতা তথা সম্পাদকের বিরুদ্ধে।

গোয়ায় জাতীয় মহিলা কমিশনের দায়িত্বে থাকা শামিনা সফিক জানিয়েছেন, "আমরা গোয়া পুলিসকে বিষয়টি নিয়ে সতর্ক করেছি।" তরুণ তেজপালের বিরুদ্ধে এফ আই আর দায়ের করার জন্য যথেষ্ঠ প্রমাণ রয়েছে বলে মনে করছে মহিলা কমিশন।

সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত ভাবে যৌন নির্যাতনের ঘটনায় হস্তক্ষেপ করেছে কমিশন। এনসিডাব্লিউর সদস্য নির্মলা সামন্ত প্রভাভালকর জানিয়েছেন তেহেলকার সম্পাদক সোমা চৌধুরীর সঙ্গে কথা বলা হয়েছে কমিশনের তরফে। নির্যাতিত মেয়েটির সঙ্গেও যোগাযোগের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

প্রেস কাউন্সিলের চেয়রম্যান মার্কেন্ডেও কাটজুকেও চিঠি পাঠিয়েছে কমিশন। তাতে লেখা রয়েছে, এই ঘটনায় বিশাখা নিয়মাবলী পালন করা হয়েছে কি না তা খতিয়ে দেখুক কাউন্সিল।

মহিলা সাংবাদিককে যৌন নির্যাতন করার জন্য তেজপালের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে গোয়া সরকারও। ১০ দিন আগে গোয়ায় জাতীয় চলচ্চিত্র উৎসবের সময় সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে তহেলকার সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসার পর, ৬ মাসের জন্য পদ থেকে অব্যাহতি নিয়েছেন তেজপাল।


First Published: Friday, November 22, 2013, 21:03


comments powered by Disqus