জন সংযোগের কাজ থেকে সরে গেলেন নীরা রাডিয়া, Neera Radia to call it a day

জন সংযোগের কাজ থেকে সরে গেলেন নীরা রাডিয়া

জন সংযোগের কাজ থেকে সরে গেলেন  নীরা রাডিয়াবাণিজ্যিক সংস্থাগুলির হয়ে জন সংযোগের কাজ থেকে নিজেকে সরিয়ে নিলেন নীরা রাডিয়া। রবিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে অপ্রত্যাশিতভাবেই ব্যবসা ছেড়ে অবসরের কথা জানান তিনি। রাডিয়া বলেন, অনেক ভাবনাচিন্তার পর শারীরিক ও পারিবারিক কারণেই এই দুঃখজনক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তিনি। নিজের সংস্থার কর্মীদের লেখা চিঠিতে নীরা রাডিয়া বলেছেন, বেশকিছু দিন ধরেই তাঁর ভাবমূর্তি খারাপ করার চেষ্টা চলছে। যাঁরা এসব করছেন, এতদিন তাঁদের বিরুদ্ধে তিনি লড়াই করলেও এবার স্বেচ্ছায় তাদের জয়লাভের সুযোগ করে দিচ্ছেন। টুজি স্পেকট্রাম কেলেঙ্কারিতে জড়িয়েছিল নীরা রাডিয়ার নাম। টাটা গোষ্ঠী ও মুকেশ আম্বানির সংস্থা আরআইএলের হয়ে জন সংযোগের কাজ করত তাঁর সংস্থা বৈষ্ণবী কমিউনিকেশনস। টুজি কাণ্ডে রতন টাটার সঙ্গে নীরা রাডিয়ার কথোপকথনের টেপ প্রকাশ্যে আসায় বিতর্ক দানা বাঁধে। বাণিজ্যিক সংস্থার কর্তা ও রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগের সুবাদে তিনি নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন কিনা জানতে রাডিয়াকে জেরাও করে সিবিআই।

First Published: Monday, October 31, 2011, 09:13


comments powered by Disqus