Nelson Mandela`s remains in transit to Eastern Cape funeral

আগামিকাল গ্রেমে শেষকৃত্ব ম্যান্ডেলার

কুনু। এই গ্রামেই তো জীবনের শেষদিনগুলো কাটাতে চেয়েছিলেন। পারেননি। পরিবেশ পরিস্থিতি তা হতে দেয়নি। ওঁকে ফিরতে দেয়নি শৈশবের গ্রামে। শনিবার এলেন। এল তাঁর কফিনবন্দি দেহ। দক্ষিণ আফ্রিকার এই গ্রামেই আগামিকাল শেষকৃত্য হবে নেলসন ম্যান্ডেলার।

এ যেন স্মৃতির সরণি বেয়ে হেঁটে চলা। ফিরে আসা নিজের গ্রামে। ফিরে এলেন। তবে অন্যভাবে। বায়ুসেনার বিমান নিয়ে এল তাঁর কফিনবন্দি দেহ। শনিবার সকালে দক্ষিণ আফ্রিকার কুনু গ্রামে পৌছল নেলন ম্যান্ডেলার দেহ। রবিবার এখানেই হবে শেষকৃত্য। উপস্থিত থাকবেন মাদিবার পরিবারের সদস্যরা। থাকবেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সদস্যরা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য। পুরোটাই হবে জোসা উপজাতির রীতিনীতি মেনে। ফিরলেন মাদিবা। ফিরলেন কফিনবন্দি হয়ে। তবু, কোথায় যেন গ্রামের সেই ছেলেটিকে ফিরে পেল কুনু। তাই শোককে কোথায় যেন ছাপিয়ে গেল ফিরে পাওয়ার আকুলতা। রবিবার কি এভাবেই শেষবেলায় মাদিবাকে বিদায় জানাবে কুনু? অপেক্ষায়গোটা দুনিয়া।

First Published: Saturday, December 14, 2013, 23:56


comments powered by Disqus