Last Updated: March 28, 2014 15:57

অচিরেই হয়ত বিদেশী পর্বতারোহীরা আর মাউন্ট এভারেস্টের বুকে একলা অভিযান করতে পারবেন না। শীঘ্রই এই মর্মে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে নেপাল সরকার। সেক্ষেত্রে তাঁদের বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছতে গেলে, স্থানীয় গাইড নিতে বাধ্য করা হবে। এমনটাই জানিয়েছেন নেপালের পর্বতারোহন সংস্থার সভাপতি।
তিনি আরও জানান, হিমালয়ের বুকে দুর্ঘটনা রুখতেই এধরণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে নেপাল সরকারের এই প্রস্তাবে বেজায় চটেছেন ভিন দেশের একক পর্বতারোহীরা। তাঁদের দাবি, এর ফলে এভারেস্ট অভিযানের চ্যালেঞ্জটা অনেকটাই ফিকে হয়ে যাবে।
First Published: Friday, March 28, 2014, 15:57