Last Updated: January 23, 2014 19:27

নেতাজির জন্মদিন উপলক্ষে এবার একই মঞ্চে সরকারপক্ষ ও বিরোধী দল। মেয়ো রোডে নেতাজি সুভাষ চন্দ্র বোসের একশো আঠারো তম জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন। নেতাজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, শিল্প ও অর্থ মন্ত্রী অমিত মিত্র।
অনুষ্ঠানে ছিলেন রাজ্যের বিরোধী দলের নেতারাও। নেতাজির মূর্তিতে মালা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র ।

এদিকে, দার্জিলিঙে নেতাজির জন্মদিন পালন অনুষ্ঠানে অখণ্ড বাংলার অঙ্গিকার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের জানিয়ে দিলেন, পাহাড় বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ৷ যতদিন বাঁচবেন, বাংলাকে ভাগ হতে দেবেন না৷
First Published: Thursday, January 23, 2014, 19:41