Last Updated: January 23, 2014 16:58

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে প্রতিবার যে বিতর্কটা বড় বেশী করে ওঠে এবারও তার ব্যতিক্রম হল না। নিজেকে ভারতীয় সেনাবাহিনীর সদস্য হিসাবে নিজেকে দাবি করা নিজামুদ্দিন বলেন, বিমান দুর্ঘটনায় সুভাষ চন্দ্র বসুর মৃত্যু হয়নি। এমনকি নেতাজি দেশ স্বাধীন হওয়ার সময় বেঁচে ছিলেন বলেও দাবি করেন তিনি।
একটি ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে ১১৪ বছর বয়েসের নিজামুদ্দিন বলেন, ১৯৪৫ বিমান দুর্ঘটনার তিন থেকে চার মাস পর তিনি নেতাজিকে মায়ানমার ও তাইল্যান্ড সীমান্তের কাছ দিয়ে বয়ে চলা সিতাংপুর নদীর তীরে নামিয়ে দিয়ে গিয়েছিলেন। যে গাড়িতে সেদিন নেতাজি ছিলেন, তাঁর চালক তিনিই বলে করেন নিজামুদ্দিন। তাই তাঁর প্রশ্ন তাহলে তিনি বিমান দুর্ঘটনায় মারা গেলেন কীভাবে?
নিজামুদ্দিন বলেন, তিনি নেতাজির সান্নিধ্য পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন। অজানা গন্তব্যের উদ্দেশে যাওয়ার আগে তিনি আবার স্বাধীন ভারতে ফেরার অঙ্গীকার করেছিলেন।
First Published: Thursday, January 23, 2014, 17:06