Netaji picture used in Sugata Basu`s campain

সুগত বসুর প্রচারে নেতাজীর ছবি কেন?

যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুগত বসুর প্রচারে নেতাজী সুভাষচন্দ্র বসুর ছবি ব্যবহার হচ্ছে কেন? এই প্রশ্ন তুললেন তৃণমূলেরই প্রাক্তন নেতা তথা বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ ব্যানার্জি। তাঁর কটাক্ষ, পারিবারিক সম্মান এভাবে ভোটের মঞ্চে বিক্রি করা যায় না।

আজ যাদবপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সমীর আইচ পঙ্কজ ব্যানার্জির বাড়িতে যান। বেশ খানিকক্ষণ কথা হয় দুই নেতার মধ্যে। যদিও ভোট প্রচারে নামার সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দিয়েছেন প্রাক্তন এই তৃণমূল নেতা। তিনি জানান, আট বছর হয়ে গিয়েছে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছেন। কারোর হয়েই আর প্রচারে নামবেন না। সমীর আইচের সঙ্গে এই সাক্ষাত্‍ নেহাতই সৌজন্যের বলে জানিয়েছেন তিনি।

First Published: Tuesday, April 15, 2014, 20:55


comments powered by Disqus