Last Updated: January 19, 2014 19:04

নেতাজির পৈত্রিক বাড়ির সংস্কার শুরু করেছে রাজ্যসরকার। অভিযোগ, পরিবারকে না জানিয়েই শুরু হয়ে গেছে সংস্কারের কাজ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তাঁরা। বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রীকে বেশ কয়েকটি চিঠিও লিখেছেন। কিন্তু একটিরও উত্তর আসেনি। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে যাচ্ছে নেতাজির পরিবার।
দক্ষিণ ২৪ পরগনার কোদালিয়ায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি। দাদু হরনাথ বসুর তৈরি বাড়িতে ছোটবেলায় বাবা-মার সঙ্গে বহুবার এসেছেন সুভাষচন্দ্র। অনেকবার দুর্গা পুজোতেও এসেছেন। কিন্তু পারিবারিক সেই পুজোই এখন বন্ধ হওয়ার উপক্রম। কারণ বাড়িতে মিউজিয়াম তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার।
চন্দ্র বসু, নেতাজির নাতি বলেন, "অনুমতি ছাড়া প্রবেশ ঠিক হয়নি। সরকারের আলোচনা করা উচিত ছিল। এটা জয়েন্ট অ্যাসেট। কারোর পৈত্রিক সম্পত্তি সরকার এভাবে নিতে পারে না।"
আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছে বসু পরিবার। কিন্তু উত্তর আসেনি। নেতাজির নাতি আরও বলেন, "কারোর সম্পত্তি যদি দখল হয়ে যায়। তখন তো আইনি পদক্ষেপ নিতেই হয়।" অর্থাত্ সরাসরি সরকারের সঙ্গে আইনি লড়াইয়ের পথেই হাঁটতে চাইছে নেতাজির পরিবার।
First Published: Sunday, January 19, 2014, 19:04