Last Updated: February 19, 2013 23:30

এই বছরের শেষেই রিলিজ হতে চলেছে পণ্ডিত শ্রী রবিশঙ্করের শেষ অ্যালবাম দ্য লিভিং রুম সেসেনস পার্ট টু। ২০১১ সালের অক্টোবর মাসে ক্যালিফোরর্নিয়ার এনসিনিটাসে তন্ময় বোসের সঙ্গে সাতটি রাগ নিয়ে লিভিং রুম তৈরি করেন রবি শঙ্কর। এ দিন তন্ময় জানান, লিভিং রুম শুদ্ধ রবি শঙ্কর, গভীর সুরের অভিজ্ঞতা ও অসাধারণ ঘরানার মেলবন্ধন।
নতুন অ্যালবামে মোট চারটি রাগ রয়েছে। মালগুঞ্জি, খামাজ, কেদারা। শেষটি উত্সর্গ করা হয়েছে রবি শঙ্করের বন্ধু সত্যজিত রায়কে। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ মুক্তি পাবে নতুন অ্যালবাম।
First Published: Tuesday, February 19, 2013, 23:30