Last Updated: June 26, 2014 14:54
হাওড়া স্টেশন থেকে খোঁজ পাওয়া গেল নিখোঁজ দুই ছাত্রীর। স্কুল থেকে পালিয়ে যায় ক্লাস সিক্সের এই দুই ছাত্রী। নিউ আলিপুরের বিদ্যাভারতী স্কুলে ঘটনাটি ঘটেছে। নিখোঁজ দুই ছাত্রীর নাম দেবস্মিতা ঘোষ ও দিয়ালা দে। প্রথম দিয়ালা দে-র নিখোঁজ হওয়ার ঘটনাটি নজরে আসে। স্কুল ছুটির সময় অভিভাবকরা গিয়ে দিয়ালাকে পাননি।
দিয়ালার খোঁজ, শুরু হতেই জানা যায় দেবস্মিতাও নেই। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে, নিখোঁজ দুই ছাত্রীর পরিবারের লোকেরা। তাঁরা অভিযোগ এনেছেন পরিচয়পত্র ছাড়া কীভাবে দুই ছাত্রীকে স্কুলের বাইরে যেতে দেওয়া হল। নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্চলে।
First Published: Thursday, June 26, 2014, 18:20