উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে ৩৫টি নতুন বাস

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে ৩৫টি নতুন বাস

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে ৩৫টি নতুন বাসসময়ে বেতন হয় না কর্মীদের। অবসরপ্রাপ্তদের পেনশন নিয়েও রয়েছে অভিযোগ। এই পরিস্থিতিতেই, ২৫টি নতুন বাস নামাতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। সংস্থার চেয়ারম্যান ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, ভিনরাজ্য থেকে শিগগিরই এসে পৌঁছবে উন্নতমানের বাসগুলি।

ধর্মতলায় আজ এনবিসএসটিসির টিকিট কাউন্টার ও অনুসন্ধান কেন্দ্র ঘুরে দেখেন গৌতম দেব। তিনি জানিয়েছেন, এনবিএসটিসির পরিষেবার হাল ফেরাতে ইলেকট্রনিক টিকিট ব্যবস্থা সমেত একাধিক পরিকল্পনা রয়েছে সরকারের।

First Published: Saturday, November 10, 2012, 17:22


comments powered by Disqus