Last Updated: April 30, 2013 19:15

সারদাকাণ্ডে জালিয়াতির নতুন তথ্য উঠে এল পুলিসের হাতে। সুদীপ্ত সেন ফেরার হওয়ার পর ১৭ থেকে ২৪ এপ্রিলের মধ্যে তৈরি করা হয়েছে আনুমানিক দশ হাজার নতুন পলিসি। পুলিস জানতে পেরেছে জালিয়াতির উদ্দেশ্যে পলিসিগুলি তৈরি করেছিলেন কয়েকজন এজেন্ট। তাদের খোঁজ শুরু হয়েছে।
ওই সব এজেন্টদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিস। সারদা গোষ্ঠীর আইটি ডিভিশনের আরও একটি সার্ভার রয়েছে আমেরিকার বস্টনে। ওই সার্ভারেই রয়েছে সংস্থার মূল ডেটাবেস। সার্ভার রক্ষণাবেক্ষণে মাসে খরচ হত দু কোটি টাকা। ওই সার্ভার থেকে তথ্য জোগাড়ে ইন্টারপোলের সাহায্য নিচ্ছে পুলিস।
First Published: Tuesday, April 30, 2013, 19:20