Last Updated: November 16, 2012 21:39

সৌরভ-শাহরুখ বিতর্ক যেন `শেষ হইয়াও হইল না শেষ`। শুক্রবার নতুন দিল্লিতে ``হিন্দুস্তান লিডারশিপ সামিট ২০১২``তে কেকেআরের মালিক পরিষ্কার জানিয়ে দিলেন আইপিএলে তাঁর টিম থেকে সৌরভকে ছেঁটে ফেলা নিয়ে তাঁর বিন্দুমাত্র আফসোস নেই। তাঁর সঙ্গে অবশ্য কিং খান এও জানিয়েছেন কলকাতার টিম থেকে সৌরভকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তাঁদের জন্য যথেষ্ট `চ্যালেঞ্জিং` ছিল।
এই সামিটে শাহরুখকে প্রশ্ন করা হয় যে সৌরভ গাঙ্গুলীর প্রতি তাঁর ব্যবহারে তিনি লজ্জিত কীনা। নাইট রাইডার মালিক সংক্ষেপে শুধু `না` বলেই এই প্রশ্নের উত্তর সারেন। কিন্তু এবার অনুষ্ঠানটির সঞ্চালক তাঁকে আবার প্রশ্ন করেন ``আপনি সত্যিই মনে করেন সৌরভের প্রতি আপনার ব্যবহার ঠিক? আপনার দল তাঁকে অপমান করেছে। আপনার কাছে সেটা স্বাভাবিক?``
এই প্রশ্নের উত্তরে কিছুটা উত্তেজিত হয়ে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর জবাব দেন তিনি কোন ভাবেই সৌরভকে অপমান করেননি। তবে তাঁর টিম যে প্রাক্তন অধিনায়কের সঙ্গে মোটেও ভাল ব্যবহার করেনি সে কথাও পরোক্ষে স্বীকার করে নিয়েছেন তিনি।
তার পরেই স্বভাবসিদ্ধ ভঙ্গীমায় কিং খান জানান ``আমরা ওঁকে যথেষ্ট সম্মান দিয়েছি। সৌরভ ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। কিন্তু ক্রিকেটের এই ফর্ম্যাটে ৩ বছর আইপিএলে লাগাতার ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্ট দলের জন্য যেটা ভাল সেটাই করেছেন।``
তবে শাহরুখ অবশ্য মেনে নিয়েছেন `দাদা`কে ছাড়া কলকাতায় থেকে কলকাতার দল তৈরি করা তাঁদের পক্ষে বেশ `রিস্কি` ছিল। কিন্তু এর সঙ্গেই শাহরুখ অবশ্য জানিয়েছেন ``গৌতমের নেতৃত্বে আমাদের দল যথেষ্ট ভাল খেলেছে। আইপিএল জিতে আমরা নিজেদেরকে প্রমাণ করেছি। তাই কোন বিষয়েই কোন আফসোস নেই।``
First Published: Friday, November 16, 2012, 21:39