Last Updated: January 29, 2013 16:29

বাড়তে চলেছে কলকাতা পুরসভায় মেয়র পারিষদের সংখ্যা। নতুন মেয়র পারিষদ হচ্ছেন সুশান্ত ঘোষ, স্বপন সমাদ্দার ও মিতালি ব্যানার্জি। এখনও দফতর ঠিক না হলেও, আগামিকালই শপথ নেবেন এঁরা।
এ নিয়ে পুরসভায় মেয়র পারিষদের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। সম্প্রতি শশী পাঁজা পরিষদীয় সচিব হিসেবে শপথ নেওয়ায় তাঁর জায়গা খালি ছিল। নতুন মেয়র পারিষদের মধ্যে একজন তাঁর স্থলাভিষিক্ত হবেন বলে পুরসভার তরফে জানানো হয়েছে।
First Published: Tuesday, January 29, 2013, 16:31