রায়গঞ্জে নবনিযুক্ত অধ্যাপককে প্রাণনাশের হুমকির অভিযোগ

রায়গঞ্জে নবনিযুক্ত অধ্যাপককে প্রাণনাশের হুমকির অভিযোগ

রায়গঞ্জে নবনিযুক্ত অধ্যাপককে প্রাণনাশের হুমকির অভিযোগ রায়গঞ্জ কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কলেজেরই প্রাক্তন ছাত্রনেতার বিরুদ্ধে। এবিষয়ে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন অধ্যক্ষ।

অভিযুক্ত কল্যাণ দাস কলেজেরই ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। ছাত্রপরিষদের প্রার্থী হিসেবেই কল্যান দাস ওই পদে ছিলেন। তবে অভিযুক্ত ওই প্রাক্তন ছাত্র নেতা এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন জেলার ছাত্র পরিষদ নেতৃত্ব। যদিও বর্তমানে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করেছেন কল্যান দাস।

পাশাপাশি অধ্যক্ষকে হুমকির দেওয়ার অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। গাড়ির ব্যবসা সংক্রান্ত কথা বলতেই অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে তিনি জানিয়েছেন। সেসময় অধ্যক্ষের নিরাপত্তারক্ষীর সঙ্গে তাঁর বচসা হয় বলে দাবি করেছেন কল্যান দাস।

First Published: Tuesday, February 21, 2012, 18:17


comments powered by Disqus