আজ থেকে কার্যকর রেলের বর্ধিত ভাড়া

আজ থেকে কার্যকর রেলের বর্ধিত ভাড়া

আজ থেকে কার্যকর রেলের বর্ধিত ভাড়াআজ থেকেই কার্যকর হল রেলের নতুন ভাড়া।  রেলের ক্ষতি সামাল দিতে গতকালই ২১ শতাংশ ভাড়াবৃদ্ধির ঘোষণা করেন রেলমন্ত্রী পবন কুমার বনশল। শহরতলি  ট্রেনে দ্বিতীয় শ্রেণির ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারের দুই পয়সা হারে।  শহরতলির বাইরের  ট্রেনগুলিতে  দ্বিতীয় শ্রেণির ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে  বাড়ছে তিন পয়সা হারে। 

মেল ও এক্সপ্রেস ট্রেনের দ্বিতীয় শ্রেণির ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে চার পয়সা হারে। স্লিপার ক্লাসের ক্ষেত্রে বর্ধিত ভাড়ার পরিমাণ প্রতি কিলোমিটারে ছয় পয়সা। এসি চেয়ার ও থ্রি টায়ারে ভাড়া বাড়ছে দশ পয়সা হারে।  দশ বছর পর রেলের ভাড়া বৃদ্ধি হল। নজিরবিহীনভাবে রেল বাজেটের এক মাস আগে ভাড়া বৃদ্ধির ফলে আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত রেলের আয় হবে ১২০০ কোটি টাকা। যাত্রীভাড়া বাড়ানোয় রেলের আয় বাড়বে ছয় হাজার ছশো কোটি টাকা। যদিও ২০১৩-১৪ আর্থিক বছরের বাজেটে  আর রেলভাড়া বাড়ানো হবে না বলে জানিয়েছেন  মন্ত্রী।  

First Published: Tuesday, January 22, 2013, 08:40


comments powered by Disqus