Last Updated: July 16, 2013 10:06

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এখন যাঁরা বটানি, ফিজিওলজি, জুলজি নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করছেন, ওই বিষয়গুলি নিয়েই তাঁরা স্নাতকোত্তরেও পড়াশোনা করতে পারবেন। কাল বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক চলাকালীন ছাত্রছাত্রীরা এই মর্মে দাবি জানান। এবং তখনই তাঁদের যুক্তি মেনে নেওয়া হয়। নতুন নিয়মে ওই তিনটি বিষয় মিলিয়ে স্নাতক ও স্নাতকোত্তরে বায়ো সায়েন্স পড়ানো হয়।
কিন্তু যাঁরা আলাদাভাবে ওই বিষয়ে স্নাতকস্তরে পড়াশোনা করছেন, বায়ো সায়েন্সে তাঁদের এমএসসি করতে অসুবিধার মুখে পড়তে হবে। এই যুক্তিতে শুধুমাত্র প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরই আলাদা করে ওই বিষয়গুলিতে এমএসসি পড়ার সুযোগ দেওয়া হবে। বাইরের ছাত্রছাত্রীরা এই সুবিধা পাবেন না।
First Published: Tuesday, July 16, 2013, 10:06